রাজগঞ্জে সিপিএম প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মনোনয়ন জমা দেওয়ার ষষ্ঠ দিনে রাজগঞ্জ বিডিও অফিসে এই নিয়ে সাময়িক উত্তেজনার ছবি ধরা পড়ল। বাম নেতাদের অভিযোগ, পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করে রাজগঞ্জের বিধায়ক বলেন, বিভ্রান্তি ছড়ানোর জন্য এই সমস্ত কর্ম কান্ড করছে বিরোধীরা।
বৃহস্পতিবার রাজগঞ্জের বিডিও অফিসে মনোনয়ন জমা করতে আসেন সুখানি অঞ্চলের সুভাষপল্লীর স্থানীয় সিপিএমের মনোনীত প্রার্থী রিনা দাস। ডিসিআর কেটে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় শাসক দলের কয়েকজন বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে। এমনি কি মনোনয়নপত্র শাসকদলের কয়েকজন কেড়ে নেয় বলেও অভিযোগ। এরপর রাজগঞ্জ বিডিও অফিসের সামনে পুলিশকে সামনে রেখেই প্রতিবাদের সুর চড়ান সিপিএমের অঞ্চল কমিটির সদস্যেরা।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, বিরোধীরা বিভ্রান্তি মূলক প্রচার করছে। শান্তিপূর্ণ ভাবেই মনোনয়ন জমা পড়েছে। সারা জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কোথাও মস্তানি নেই। এবার ২০২৩-র পঞ্চায়েত নির্বাচন জলপাইগুড়ির মানুষ নির্বিঘ্নে ভোট দেবেন।