জলপাইগুড়ি জেলার ৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি; পঞ্চম রাউন্ড শেষে রাজগঞ্জ বিধানসভায় ৫১০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সুপেন রায়। নবম রাউন্ড শেষে ধূপগুড়িতে ৫ হাজার ভোটে এগিয়ে বিজেপি। জলপাইগুড়ি সদর নবম রাউন্ড শেষে ১ হাজার ২৯৯ ভোটে এগিয়ে বিজেপি। ডাবগ্রাম ফুলবাড়ি দশম রাউন্ড শেষে ১৪ হাজার ভোটে এগিয়ে বিজেপি। পঞ্চম রাউন্ড শেষে ময়নাগুড়িতে ৩৭৭৪ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী কৌশিক রায়।