Rajganj: BDO প্রশান্ত বর্মণ বদলি হলেন কালিম্পংয়ে

Jalpaiguri: রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ বদলি হয়ে যাচ্ছেন কালিম্পংয়ে। রাজগঞ্জে নতুন বিডিও হিসেবে বাঁকুড়া থেকে আসছেন সঞ্জয় মালাকার। বাঁকুড়ার খাতরা ডিএম এবং ডিসি থেকে রাজগঞ্জের বিডিও হিসেবে আসছেন সঞ্জয়বাবু।

পশ্চিমবঙ্গ সরকারের ১৪ জুনের নির্দেশ অনুযায়ী তিন জন আধিকারিককে নতুন জায়গায় বদলি করা হয়েছে। কালিম্পংয়ের বর্তমান বিডিও চেয়াং তামাং সেখানকার ডিএম ডিসি হিসেবে পদোন্নতি পাচ্ছেন। কালিম্পংয়ের নতুন বিডিও হিসেবে যাচ্ছেন প্রশান্ত বর্মণ। তিনি রাজগঞ্জে কর্মরত ছিলেন। তাঁর জায়গায় বাঁকুড়া থেকে আসছেন সঞ্জয় মালাকার।