করোনার থাবা এবার টলিপাড়ায়, আক্রান্ত রাজ চক্রবর্তী

কলকাতাঃ করোনায় আক্রান্ত হলেন প্রযোজক ও পরিচালক রাজ চক্রবর্তী। টুইটারের মাধ্যমে নিজেই জানান তিনি। পরিচালকের বাবা হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে তিনি করোনা নেগেটিভ। সম্প্রতি ওনার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। দুই বার কভিড পরীক্ষা করানোর পর, পরপর নেগেটিভ আসে রিপোর্ট।

রাজ আপাতত রয়েছেন হোম  কোয়ারেন্টাইনে। বাড়ির সদস্যদের করোনা পরীক্ষা হবে। নতুন সদস্য আসার কথায় খুশির আমেজ পরিবারে, তবে এখন যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা, বলে জানান তিনি। অপরদিকে রাজের স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী সন্তানসম্ভবা। স্বাভাবিক ভাবেই উদ্বেগ বারছে ভক্তদের।

About The Author