Tokyo Olympics: সিন্ধুর হাত ধরে দ্বিতীয় ব্রোঞ্জ পেল ভারত

ভারতের প্রথম মহিলা হিসেবে জোড়া অলিম্পিক্স পদক জিতে রেকর্ড গড়লেন পিভি সিন্ধু। টোকিও অলিম্পিক্সে সিন্ধুর হাত ধরে দ্বিতীয় ব্রোঞ্জ মেডেল পেল ভারত। শুভেচ্ছা বার্তায় ভাসাল গোটা দেশ। সিন্ধুকে তাঁর এই অসামান্য কীর্তির জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।

টানা দুটি অলিম্পিক্সে পদক পেয়ে নজির গড়লেন পি ভি সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুটি অলিম্পিক্স পদক হল তাঁর। তবে সিন্ধু চান তিনি একাই নন, তাঁর মতো আরও অনেক খেলোয়াড় উঠে আসুক ভারত থেকে। তাঁকে দেখে অনুপ্রাণিত হোক হাজার হাজার শিক্ষার্থী।

About The Author