রাজগঞ্জ: রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় স্কুলছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় মঙ্গলবার বিকেলে প্রতিবাদ মিছিলে শামিল হল সন্ন্যাসীকাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, সন্ন্যাসীকাটায় লালস্কুল বালাবাড়ির এক স্কুলছাত্রীর নারকীয় কাণ্ডে পরই সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। এই ধারা বজায় রেখেই মঙ্গলবার বিকেলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটি প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হল। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল মৃত স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকের কঠোর শাস্তির দাবি করেন তিনি। পাশাপাশি প্রশাসনিক গাফিলতির অভিযোগ তোলা হয়। যদিও এদিনের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রতিবাদ মিছিল ও সভায় দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। উপস্থিত ছিলেন সংখ্যালঘু জেলা সভাপতি মোতাহার হোসেন, ব্লক সদস্য অরিন্দম ব্যানার্জি এছাড়া রৌশান হাবিব, মকছেদ আলম, আবদুল রহিম, তহমিদার রহমান, মোস্তফা আহমেদ, দবির হোসেন, কলিন চন্দ্র রায়, রিপন প্রামাণিক আরও অনেকে।