ভূমিপুত্র প্রার্থীর দাবিতে কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ BJP-র!

জলপাইগুড়ি: রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন দলীয় কর্মীদের একাংশ। তাদের দাবি, এই কেন্দ্রে তারা ভূমিপুত্রকেই প্রার্থী হিসেবে চান। কোনও বহিরাগত লোককে বিজেপির প্রার্থী হিসেবে তারা মানবেন না। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী ঘোষণা হতেই বেশ কিছু জায়গায় প্রার্থী বদল এর দাবিতে ক্ষোভে রাস্তায় নামেন বিজেপি কর্মীরা। রাজগঞ্জে সুপেন রায়কে প্রার্থী করার অসন্তুষ্ট বিজেপি। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রেও দীপেন প্রামাণিককে প্রার্থী চেয়ে অসন্তোষ প্রকাশ করেন দলীয় কর্মীরা।

বিজেপি নেতাদের অভিযোগ, দলের মনোনীত প্রার্থী একেবারেই যোগ্য নন। তিনি ভাল করে কথাই বলতে পারেন না। সংগঠন করার ক্ষমতা নেই তার। রাজগঞ্জ বিধানসভায় মনোনীত বিজেপি প্রার্থী রায়ের বাড়ি ফুলবাড়ী বিধানসভা এলাকায়। তিনি জলপাইগুড়ি জেলা বিজেপির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ১৪৮টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়। আসন্ন বিধানসভায় বাকি আসনগুলোতে জন্য তাতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনে বিশেষ করে জলপাইগুড়ি জেলার আসনে প্রার্থী নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। সন্ধ্যায় জলপাইগুড়ি দেশবন্ধু রোডে বিজেপির জেলার সদর কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষিপ্ত BJP সমর্থকেরা।

বৃহস্পতিবার বিজেপির তরফে ১৪৮টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হল। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে BJP-র প্রার্থী অ্যাডভোকেট সুজিত সিনহা। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হলেন সদ্য বামফ্রন্ট ছেড়ে আসা শঙ্কর ঘোষ। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী সুপেন রায়, ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জী। মাল বিধানসভা মহেশ বাগে, নাগরাকাটা পুনা ভাংরা, মাটিগাড়া-নকশালবাড়ি আনন্দময় বর্মন, ধুপগুড়ি বিষ্ণুপদ রায়, ময়নাগুড়ি কৌশিক রায়। চোপড়ায় মহঃ শাহিন আখতার।

About The Author