Trump on India-Pakistan tension: ‘দুজনই আমার ভালো বন্ধু’ ‘কাশ্মীর নিয়ে ওদের পুরনো সমস্যা, ওঁরাই মিটিয়ে নিক’

ভারত পাকিস্তান, দুই দেশই আমার কাছের, দুজনেই আমার ভালো বন্ধু। কাশ্মীর নিয়ে ওদের ১৫০০ বছরের পুরনো সমস্যা, সেই নিয়ে ওঁরা লেগেই থাকে। দুজনেই আমার খুব কাছের … আশা করি নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেবে, সাফাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

পাহালগাও জঙ্গি নাশকতার পর, কাশ্মীর ইস্যু নিয়ে দেখার কোনও সময় নেই প্রেসিডেন্ট ট্রাম্পের! অন্তত তার সাম্প্রতিক বয়ান এমন কথাই বলছে।

যেখানে তিনি বলছেন আমার সঙ্গে ভারতেরও বন্ধুত্ব আবার পাকিস্তানের সঙ্গে আমার বন্ধুত্ব ভারত এবং পাকিস্তান দুজনেই আমার খুব কাছের এবং তাদের প্রায় দেড় হাজার বছর থেকে দেড় হাজার বছর থেকে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চলছ। প্রসঙ্গত উল্লেখ্য, ৭৮ বছর আগে অর্থাৎ স্বাধীনতার পরে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে সমস্যা তৈরি হয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই বয়ান সামনে আসার পর ভারতীয়দের মধ্যে অসন্তোষের ছবিটা স্পষ্ট। এর জন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও খোঁচা দিয়েছেন। তাদের বক্তব্য, ট্রাম্প তোল্লা‌ই দিয়েও বিশেষ কোনো সুবিধা করতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

About The Author