প্রয়াত ‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়

প্রয়াত সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ শিল্পী। সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। অবশেষে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রতুল মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতুল মুখোপাধ্যায় বলতেই ‘আমি বাংলায় গান গাই’ গানের প্রসঙ্গ ওঠে। ভাষা দিবসে যে গান হয়ে ওঠে খুব প্রাসঙ্গিক। আগামী একুশে ফেব্রুয়ারিতেই হয়তো এই গানটি ধ্বনিত হবে সর্বত্র; কিন্তু তার আগেই চলে গেলেন শিল্পী।

About The Author