ভোট পরবর্তী হিংসা অব্যাহত মুর্শিদাবাদ জেলার কান্দিতে। শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত ১০নং ওয়ার্ডে বিজেপি শক্তিকেন্দ্রের প্রমুখ স্নেহাশিষ দাসের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা করা হয় বলে অভিযোগ।
বাড়ির সামনে পরপর দু’টি বোমা হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্নেহাশিষ দাস। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে আসেন কান্দি টাউন বিজেপি নেতৃত্বরা। বিজেপির অভিযোগ, কান্দি বিধানসভাতে ১০নং ওয়ার্ডে ১ হাজার ১০০ ভোটে বিজেপি এগিয়ে ছিল ফলে এলাকাতে সন্ত্রাস তৈরি করতেই এই বোমা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে তৃণমূল বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানান কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাস।
তিনি বলেন, বিজেপি নিজেরাই চকলেট বোম ফাটিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে তৃণমূল কংগ্রেসের এখনও সেরকম দুরবস্থা আসেনি যে কোন বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির করতে হবে।কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।