লকডাউন কি বাড়বে? মুখ্যমন্ত্রীদের নিয়ে ফের বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: লকডাউনে শিথিলতা আনতেই বাড়ছে সংক্রমণের হার। লকডাউনের ভাবি রূপ কেমন হবে সেই নিয়ে আগামী ১৬ ও ১৭ জুন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের পর আনলক পর্বেও কমছে না করোনার সংক্রমণের হার। গোটা দুনিয়ায় ভারত এখন চার নম্বরে। এই অবস্থায় মোদি আরও একবার ভিডিও বৈঠক করতে পারেন, এমনই খবর। ১৭ তারিখের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগেও লকডাউনের মধ্যেই কয়েকবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। বর্তমান অবস্থায় কী করণীয় তা ঠিক করতে চায় কেন্দ্র। নিয়েই কথা বলতে চাইছেন মোদি, এমনই জানা গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে মূলত লকডাউন এবং স্বাস্থ্য পরিকাঠামো বিষয়েই আলোচনা হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।