আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ভ্যাকসিন উৎসব

নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণ আটকাতে আজ থেকে শুরু হচ্ছে ভ্যাকসিন উৎসব। রবিবার থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ভ্যাকসিন উৎসব চলবে। ভারতে ক্রমশ বাড়ছে চলেছে দৈনিক করোনা সংক্রমণ। সেই উদ্দেশ্যেই দেশ জুড়ে ভ্যাকসিন উৎসবের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সংক্রমণ যাতে আরও না ছড়িয়ে যায় সেজন্য দেশের বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। রবিবার থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ভ্যাকসিন উৎসব চলবে।

রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সেই বৈঠকে টিকাকরণ কর্মসূচি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, ১১ এপ্রিল জ্যোতিবা ফুলের জন্মদিন, আর ১৪ এপ্রিল বাবা সাহেবের জন্মদিন। তাই ১১ থেকে ১৪ এপ্রিল দেশজুড়ে ভ্যাকসিন উৎসবের ঘোষণা করেন মোদি। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছে উত্তর প্রদেশ ও বিহার। এই সাতদিনের মধ্যে প্রত্যেককে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছে এই দুই রাজ্য।

About The Author