বন সহায়কের চাকরি পেতে ইঞ্জিনিয়ার, পিএইচডি ডিগ্রিধারীদের লাইন

মালদা: চাকরির বাজার তো খুবই খারাপ, ক্লাস এইট পাশ যোগ্যতার চাকরিতে ইঞ্জিনিয়ারিং পিএইচডি ডিগ্রিধারীরাও আবেদন করছেন।’ এমনই বয়ান দিলেন বন বিভাগের আধিকারিক। বন বিভাগের সহায়ক পদে উচ্চশিক্ষিতদের আবেদন ঘিরে হতবাক সকলেই। বন সহায়ক পদে নিয়োগের জন্য আবেদনকারীদের ইন্টারভিউ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। শুক্রবার ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের দেখে অবাক বন দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত থাকা কর্মীরা। অষ্টম শ্রেণী পাস বন দপ্তরে সহায়ক পদে নিয়োগের জন্য আবেদন করেছেন ডক্টরেট ইঞ্জিনিয়ারসহ উচ্চশিক্ষিতরা। আবেদনকারীদের বক্তব্য একটিমাত্র চাকরির জন্য তারা উচ্চ শিক্ষিত হওয়ার পরও এই আবেদন করেছেন। উচ্চশিক্ষিত রা যে আয়োজন আবেদন করেছেন তা স্বীকার করে নিয়েছেন মালদা ফরেস্ট ডিভিশনের সদর রেঞ্জ অফিসার সুবীর কুমার গুহ নিয়োগী। তিনি বলেন চাকরির যা মার্কেট তার ফলে উচ্চশিক্ষিতরা আবেদন করেছেন। এমনকি এই পদে চাকরি করতে ইচ্ছুক উচ্চশিক্ষিতরা বলে দাবি বন বিভাগের আধিকারিকের।