শ্রীনগরঃ অস্ত্রসহ একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। জম্মু-কাশ্মীরের কাটোয়া সেক্টরের কাছে ড্রোনটিকে গুলি মেরে নামানো হয়। পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, একটি আমেরিকান এমফোর রাইফেল, দুটো ম্যাগাজিন এবং একটি বোমা উদ্ধার করা হয়েছে ওই ড্রোন থেকে। পুলিশের ওই আধিকারিক আরও জানিয়েছেন, জঙ্গী এলাকায় অস্ত্র পৌঁছে দেওয়ার জন্যই ড্রোনটিকে ব্যবহার করা হচ্ছিল। ‘আরিফ ভাই’ নামের এক জঙ্গির জন্য এই ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গিয়েছে। এই ড্রোনটি প্রায় আট ফিট দৈর্ঘ্য বিশিষ্ট। এটিকে বিএসএফের কাটোয়া সেক্টরের বিপরীতে পাকিস্তানের পানিসার পোস্ট থেকে কন্ট্রোল করা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। বড়সড় হামলার ছক ধ্বংস করল ভারতীয় সেনা।
https://www.facebook.com/RNFNewsOfficial/videos/3284649028426340/