Earthquake: মধ্যরাতে ভূমিকম্প! কেঁপে উঠল সিকিম, উত্তরবঙ্গ

শিলিগুড়ি: মধ্যরাতে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১২টা ৩৫ মিনিটে কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.০।

ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিকিমের গ্যাংটক অঞ্চলে। এর গভীরতা ছিল ৫ কিলোমিটার। মৃদু কম্পন হলেও কিছু এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি ভূমিকম্পের খবরে বেশ আতঙ্ক রয়েছে আমজনতার মধ্যে। এর মধ্যেই উত্তরবঙ্গ ও সিকিমের ভূমিকম্পে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

About The Author