ফেসবুকে এখন থেকে দেওয়া যাবে না কোনও খবর। ফেসবুক এখন নো নিউজ জোন প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার সকাল থেকে অস্ট্রেলিয়ায় নতুন নিয়ম জারি করা হয়েছে। সেদেশের ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের মিডিয়া বারগেইন আইনের মাধ্যমে খবরকে সেন্সর করার সিদ্ধান্তের জন্যই এমন পথ বেছে নিয়েছে ফেসবুক অস্ট্রেলিয়া। এর ফলে, এখন থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কোনও খবর শেয়ার করা যাবে না। ইতিমধ্যে, সে দেশের নামিদামি সংবাদ সংস্থাগুলির ফেসবুক পেজের সমস্ত পোস্ট ডিলিট হয়ে গেছে। ফেসবুকে এমন মরো নিয়ম আসতে পারে তা কেউ কখনও ভাবতেই পারেনি। অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া উদ্যোক্তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে যেন। ফেসবুকে খবর পড়ে সাধারণ মানুষের যেমন সুবিধা হত, তেমনি সংবাদ সংস্থাগুলিরও বাড়তি লাভ হত। এখন থেকে সে উপায় নেই। ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। এখন আশঙ্কার বিষয় হল, ফেসবুকের এমন নিয়ম পৃথিবীর অন্য দেশগুলোতেও লাগু হবে না তো?