বাচ্চা চুরির ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার মন্ডলঘাট এলাকায় বাচ্চা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১১ দিনের একটি বাচ্চা হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই বিষয়ে বাচ্চার বাড়ির লোকের বক্তব্য বাড়ির একটি ঘরের মধ্যে বাচ্চাটিকে ঘুমন্ত অবস্থায় শুয়ে রেখেছিল তারা। কিছুক্ষণ পর বাড়ির ভিতরে গিয়ে তারা দেখতে পায় সেই বিছানা থেকে উধাও বাচ্চাটি। অথচ তাদের বক্তব্য অনুযায়ী সেই সময়ের মধ্যে কোন বাইরের ব্যক্তি বাড়ির ভিতরে আসেনি বা বাড়ির বাইরে যায়নি। শুধু মাত্র ঘরের একটি জানলা খোলা অবস্থায় পাই তারা। এই বিষয়ে তারা এটি মৌখিক অভিযোগ জানিয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। বুধবার জলপাইগুড়ি মন্ডলঘাট গ্রাম পঞায়েতের রানী কামাত এলাকার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন সকালে বাচ্চাটির মা পূণিমা রায় দশ মিনিটের জন্য বাড়ির কাজ করতে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তার কন‍্যা সন্তান উধাও। চারিদিকে খোঁজ করেও সন্ধ্যা পর্যন্ত কোনও খোজ পাওয়া যাইনি ।পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ তৈরি হয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, কয়েক দিন আগে দু’জন মহিলা ঝাড়তূক করতে এসেছিল। হয়তো তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে।