লকডাউনে আয় নেই, গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

শিলিগুড়ি: লকডাউনে রোজগার বন্ধ। মানসিক অবসাদের জেরে গায়ে কেরোসিন ঢেলে এক হকার যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। স্থানীয় সূত্রে খবর, গত চারদিন ধরে ওই হকার যুবক রেল স্টেশন প্লাটফর্মে চা বিক্রির চেষ্টা করেও দিনের ন্যূনতম খরচ তুলতে পারেননি। সোমবার দুপুরে এনজিপি স্টেশনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয় গাড়িচালক ও আরপিএফ কর্মীরা ওই যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান। জানা গিয়েছে, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, ওই যুবক দীর্ঘদিন ধরেই এনজেপি স্টেশনে চা বিক্রি করেন। তাঁর পরিবার পরিজন বলে কেওউ নেই। লকডাউনের জেরে দীর্ঘদিন ধরেই ট্রেন চলাচল বন্ধ। তাই ওই যুবকের রোজগার প্রায় হচ্ছিল না। মানসিক অবসাদের জেরেই আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক।