করোনা আতঙ্কে পরীক্ষা দিতে নারাজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা

শিলিগুড়িঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি ও বি কম পরীক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে পাশ করিয়ে দেওয়ার দাবি তুলেছেন পরীক্ষার্থীরা। তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা জানান, এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা দিতে আতঙ্কিত তাঁরা। প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পাশ করিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। এই দাবিতে প্রায় দু হাজার ছাত্রছাত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি গ্রুপও খুলেছে। ইতিমধ্যেই সেই গ্রুপে ৪০০০ জন যোগদান করেছেন। করোনা পরিস্থিতির কারনে মার্চ মাস থেকেই বন্ধ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। অনেক কলেজই পড়ুয়াদের নিয়ে অনলাইন ক্লাস চালু করেছে। অনলাইন ক্লাস চালু থাকলেও অনেকের হাতেই এখনও পৌঁছায়নি সিলেবাস বা প্রয়োজনীয় বইপত্র। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কাজকর্মও আটকে আছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে ছ’ সদস্যের ‘গ্রিভান্স সেল’ তৈরি করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগ। সেখানে সমস্যার কথা জানালেই দ্রুত সমাধান করা হবে। দূরশিক্ষা বিভাগের ডিরেক্টর চন্দনাশিস লাহা জানান, “পড়ুয়াদের অভিযোগ জানতে একটি ই-মেল আইডি তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাবে সেই ই-মেল আইডি। সেখানেই নিজেদের সমস্যা এবং প্রশ্ন অথবা অভিযোগ নথিভুক্ত করতে পারবেন ছাত্রছাত্রীরা।” কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায় যে করোনা পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সেই বিষয়ে ভাবছেন তাঁরা। লকডাউন খুললে এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই নিয়ে আগামী ১৫ ই জুন আলোচনা সভার কথা রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

প্রসঙ্গত, আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেয় উচ্চশিক্ষা দপ্তর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এখন সেদিকেই তাকিয়ে পড়ুয়ারা।