রাজ্যে আংশিক লকডাউন! ফের বন্ধ হচ্ছে সিনেমা হল-শপিং মল-হোটেল

করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে পদক্ষেপ করল রাজ্য। রাজ্যে আংশিক লকডাউনের ঘোষণা। কোভিড মোকাবিলায় নয়া নির্দেশিকা নবান্নের। ফের বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল, স্পা, রেস্তোরাঁ, বিউটি পার্লার। আগামী রবিবার ভোট গণনার দিন সব ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার।

করোনা নিয়ে শুক্রবার নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নির্দেশিকায় জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য শপিং মল, বার, রেস্তোরাঁ, সিনেমা হল, জিম, স্পা, সুইমিং পুল বন্ধ থাকবে। নির্দিষ্ট সময় মেনে বসবে বাজার। সকালে ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত বাজার খোলা থাকবে। সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি পরিষেবায় ছাড় মিলবে।

রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ১০ হাজার ২৪১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। ফলে, রাজ্যে এখন মোট সুস্থের সংখ্যা ৬ লক্ষ ৮৯ হাজার ৪৬৬ জন।