শব-এ-বরাতের জন্য বাড়তি ছুটি! এসপ্তাহেই টানা ৪ দিন বন্ধ ‘সরকারি’ অফিস

কলকাতা: এসপ্তাহে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা। সপ্তাহ শেষে আরও এক দিন অতিরিক্ত ছুটি পাবেন তাঁরা। সৌজন্যে শব-এ-বরাত।

মঙ্গলবার নতুন নির্দেশিকা জারি করে ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, শব-এ-বরাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর জন্য ১৪ ফেব্রুয়ারিই ছুটি দেওয়ার কথা। শব-এ-বরাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি আলাদা আলাদা দিনে দেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, শব-এ-বারাতের ছুটি ১৩ ফেব্রুয়ারি এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি ১৪ ফেব্রুয়ারি। তার পরেই শনি এবং রবিবার। বেশির ভাগ সরকারি অফিসই বন্ধ থাকে শনিবার। ফলে সপ্তাহান্তে টানা চার দিন ছুটির পাচ্ছেন সরকারি কর্মচারীদের একটি বড় অংশ।

About The Author