হৃদয়বিদারক ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। একমাত্র ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন মা মানসী বৈদ্য।
জানা গিয়েছে, বছর ২১-এর শুভাদ্র বৈদ্য সেরিব্রাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের মৃতদেহ বাড়িতে আসতেই মানসীদেবী তিনতলার ছাদে উঠে ঝাঁপ দেন।
পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়। প্রতিবেশীদের চিৎকারে ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলের অকাল প্রয়াণে শোক সহ্য করতে না পেরে মর্মান্তিকভাবে জীবন শেষ করলেন মা। ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে।
Disclaimer: This report is published solely in the interest of journalistic responsibility. It is intended to inform the public and raise awareness.

