বাংলাদেশে কালিমন্দিরে পুজো দিলেন মোদি

বাংলাদেশে সাতক্ষীরার যশোরেশ্বরী কালিমন্দিরে পূজা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল ১০টার দিকে সেখানে পৌছান। যশোরেশ্বরী কালিমন্দিরে পূজা শেষে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। গাছও লাগান শেখ হাসিনা এবং মোদি।

টুঙ্গিপাড়া থেকে নরেন্দ্র মোদি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন। দুপুরে ঢাকায় ফিরবেন মোদি। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। দুই প্রধানমন্ত্রীর একান্তে আলোচনা করার কথাও রয়েছে।

সবশেষে নরেন্দ্র মোদি বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মহঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি। করোনা মহামারি চলাকালীন প্রথম বিদেশ সফর মোদির। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির এটা দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৫ সালের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি।

About The Author