ইউক্রেনে আটকে থাকা হাজার হাজার ভারতীয়কে ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী দেশগুলিতে মন্ত্রী পাঠাচ্ছেন কেন্দ্রীয় সরকার। ইউক্রেনে পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আটকে থাকা ভারতীয়দের সুরক্ষিত ভাবে দেশে ফেরাতে কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠানো হবে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলোতে।
সংবাদ সূত্রে খবর, ইতিমধ্যেই ৪ কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী হরদিপ সিং পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরণ রিজিজু এবং জেন. ভিকে সিং-কে পাঠানো হবে আলাদা আলাদা প্রান্তে। রোমানিয়া এবং মালদভা পৌঁছে পরিস্থিতি সামাল দেবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ইউক্রেন পার্শ্ববর্তী পোল্যান্ডে যাচ্ছেন জেন. ভিকে সিং। স্লোভাকিয়ায় কিরণ রিজিজু এবং হাঙ্গেরিতে যাচ্ছেন হরদিপ সিং পুরি।
Prime Minister Narendra Modi calls a high-level meeting on the Ukraine crisis. Some Union Ministers may go to neighboring countries of Ukraine to coordinate the evacuations: Government Sources#RussiaUkraineCrisis
(File photo) pic.twitter.com/WGhxQW0Kfg
— ANI (@ANI) February 28, 2022
প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক চলে। মূলত ভারতীয়দের উদ্ধার করে আনা নিয়েই আলোচনা হয়েছে। মোদী আশ্বাস দিয়েছেন যে ভারতীয় পড়ুয়াদের সুরক্ষা এবং তাঁদের দেশে ফেরানোর উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হবে। যাতে দ্রুত আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো যায়, ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
ইতিমধ্যেই ভারতীয় পড়ুয়াদের নিয়ে দেশে ফিরেছে পঞ্চম বিমান। দফায় দফায় উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে খবর। তবে ২০ হাজার ভারতীয়দের উদ্ধার করতে আরও বড় মাপের উদ্ধারকার্য জরুরী বলে দাবি। এদিকে, ইউক্রেন সীমান্তে আটকে থাকা ভারতীয়দের অভিযোগ, ঠাণ্ডায় আশ্রয়হীন হয়ে পড়েছেন। ভারতীয় দূতাবাসের তরফেও তাদের কোনও সাহায্য করা হচ্ছে না। ভারতীয় পড়ুয়া সহ বেশ কিছু প্রবাসীদের দাবি, ইউক্রেন সীমান্তে তাদের ওপর অত্যাচার করছে সেনা এবং পুলিশ। ইউক্রেনের বাসিন্দাদের সীমান্ত পেরোতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ নিয়ে দেশের শীর্ষকর্তাদের তরফে কোনও বক্তব্য মেলেনি।