দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত ১০ টা বেজে ৫০ মিনিটে দিল্লিতে এসে পৌঁঁছান তিনি। সন্ধ্যে সাতটা নাগাদ বাংলাদেশ থেকে রওনা হওয়ার কথা থাকলেও অন্যান্য বিশেষ কাজের জন্য সেই সময় পিছিয়ে যায়। পরিবর্তে রাত্রি ন’টা নাগাদ বাংলাদেশ থেকে রওনা হন তিনি। দু’দিনের সফর শেষে দিল্লিতে ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। শনিবার সাতক্ষীরায় পুজো দিয়ে শেখ মুজিবুর রহমান সমাধিস্থলে সম্মান জ্ঞাপন এবং পরে ওড়াকান্দিতে মতুয়াদের সম্ভাষণ করেন তিনি। এদিন সন্ধ্যায় বেশকিছু আভ্যন্তরীণ চুক্তিও স্বাক্ষরিত হয় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। এর মধ্যে উল্ল্যেখযোগ্য হল, মিতালি এক্সপ্রেস নামের বিশেষ ট্রেন পরিচালনা এবং বাংলাদেশকে আরও ভ্যাকসিন ও কয়েকশো অ্যাম্বুলেন্স প্রদান। মতুয়াদের জন্য বিশেষ নির্মাণ কার্যের কথাও ঘোষণা করেন মোদি।