কলকাতা: মোদির ব্রিগেড সমাবেশে আসবেন কি মিঠুন? এই প্রশ্নই এখন সবার মুখেমুখে। জল্পনা আরও উসকে দিলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। শনিবার রাতে মিঠুন চক্রবর্তীর বেলগাছিয়ার বাড়িতে হাজির হন কৈলাস বিজয়বর্গীয়।
মধ্যরাত অবধি তাঁদের মধ্যে কথাবার্তা চলে। সবার মনে একটাই প্রশ্ন আসবেন তো মোদীর ব্রিগেড সমাবেশে এসে দলীয় পতাকা তুলে নেবেন কি বলিউড সুপারস্টার-‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।
তবে এই প্রশ্নের উত্তর না দিয়েই জল্পনাকে উসকে কৈলাস বিজয়বর্গীয় টুইটে লেখেন, আজ বেলগাছিয়ায় শ্রী মিঠুন চক্রবর্তীর সঙ্গে গভীর রাত অবধি কথা হয়েছে। দেশের প্রতি তাঁর ভালোবাসা এবং দরিদ্র মানুষের প্রতি তাঁর অবদানের কাহিনী শুনে আমার হৃদয় পরিপূর্ণ।’
যদিও এতকিছু বলার পরেও মোদীর সভায় মিঠুনের উপস্থিতি নিয়ে নিশ্চিত ইঙ্গিত মেলেনি। উল্লেখ্য, তবে শুধু মিঠুনই নন, মোদীর সভায় আসতে পারেন অক্ষয়কুমারও। তবে শিরোনামে মিঠুনের জল্পনা। মোদির ব্রিগেড সমাবেশে এসে বিজেপির পতাকা তুলে নেবেন কিনা সেটাই এখন দেখার।
अभी देर रात कोलकाता के बेलगाचिया में सिनेमा जगत के माशूर अभिनेता मिथुन दाँ के साथ लम्बी चर्चा हुई ।
उनकी राष्ट्र भक्ति और ग़रीबों के प्रति प्रेम की कहानियाँ सुनकर मन गद-गद हो गया । pic.twitter.com/1REwfpZNax— Kailash Vijayvargiya (@KailashOnline) March 6, 2021