লিস্টে ৮০০ জনের নাম নেই! ‘সরকার কি ফেলে দেবে আমাদের?’ উদ্বেগে গোটা গ্রাম

মালদা: ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই ধর্মপুরের প্রায় ৮০০ জন বাসিন্দার। অথচ তাদের হাতে রয়েছে বৈধ ভোটার কার্ড, এবং তারা নিয়মিত পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত সমস্ত নির্বাচনে ভোট দিয়েছেন বলে দাবি।

মালদার মানিকচক ব্লকের ধর্মপুর পঞ্চায়েতের ৯৬ নম্বর বুথের এই চিত্র সামনে আসতেই গোটা গ্রামে ছড়িয়েছে চরম আতঙ্ক।

এসআইআর (Special Investigation Report) সংক্রান্ত ঘোষণার পর ২০০২ সালের ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। তালিকায় নেই আসিফা, রাজ্জাক, রফিকুলদের নাম। একাধিক পরিবার থেকে উঠে আসছে প্রশ্ন— “আমরা কি বাংলাদেশি? সরকার কি আমাদের সুন্দরবন বা সীমান্তে ফেলে দেবে?”

এই পরিস্থিতিতে অনেকেই বুঝে উঠতে পারছেন না কী করবেন, কোথায় যাবেন। আতঙ্কে দিন কাটাচ্ছেন ধর্মপুরের শত শত মানুষ। স্থানীয় প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা বা আশ্বাস না আসায় উদ্বেগ আরও বাড়ছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, ভোটার তালিকায় নাম না থাকা মানেই নাগরিকত্ব প্রশ্নে সংকট নয়, তবে প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে স্বচ্ছতা নিশ্চিত করা।

About The Author