উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হলেন রব্বানি, বিপ্লব, বুলুচিক, পরেশ, সাবিনা

উত্তরবঙ্গ থেকে পুর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মহম্মদ গোলাম রব্বানি, বিপ্লব মিত্র। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বুলুচিক বরাইক। প্রতিমন্ত্রী হলেন পরেশ চন্দ্র অধিকারী এবং সাবিনা ইয়াসমিন।

কোভিড পরিস্থিতিতে অতি সংক্ষিপ্ত অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিলেন রাজ্যের নতুন মন্ত্রীরা। সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে মাত্র ৭ মিনিটে শপথ গ্রহণ শেষ করা হয়। ৪৩ জন মন্ত্রীর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী ছিলেন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন অনেক নতুন মুখ। যদিও অভিনয় জগতের কাউকেই মন্ত্রী করা হয়নি। শপথ বাক্য পাঠ করান রাজ্যরাল জগদীপ ধনকর।

About The Author