রামনবমীর আগেই কড়াকড়ি! রাজ্যজুড়ে নিষিদ্ধ মাংস বিক্রি, আইন ভাঙ্গলেই কঠিন শাস্তি

রাম নবমীর আগেই যোগী রাজ্যে কড়া নিয়ম! রাজ্যজুড়েই মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা। এমনই নির্দেশ জারি করল উত্তরপ্রদেশের যোগী সরকার। রবিবার থেকেই শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। ৬ এপ্রিল রাম নবমী রয়েছে। তার আগেই যোগীরাজ্য মাংস বিক্রি নিয়ে নিয়মেক কড়াকড়ি শুরু হল।

রাজ্য সরকার জানিয়েছে, নবরাত্রির এই নয়দিনই কোনও ধর্মীয় স্থানের ৫০০ মিটার দূরত্বের মধ্যে মাংসের দোকান খোলা রাখা যাবে না। রাম নবমীর দিন রাজ্যের সমস্ত জায়গাতেই মাংস বিক্রি বন্ধ রাখতে হবে। যদি কেউ নিয়ম না মানেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেআইনি কসাইখানাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারের তরফে। রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের মুখ্যসচিব অমৃত অভিজিৎ জানিয়েছেন যে ইতিমধ্যেই সকল জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারদের বেআইনি কসাইখানা বন্ধ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় স্থানের কাছে অবস্থিত দোকানেও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনও মাছ-মাংস বিক্রি করা যাবে না। ওই অঞ্চলের বাইরেও একমাত্র লাইসেন্স প্রাপ্ত দোকানগুলিতেই বিশেষ শর্তে মাছ-মাংস বিক্রি করা যাবে। প্রকাশ্যে কোনওভাবে আমিষ বিক্রি করা যাবে না। রাম নবমীর দিন রাজ্য জুড়েই সমস্ত মাছ-মাংসের দোকান বন্ধ রাখতে হবে।

About The Author