সিকিমের নাথুলায় ভয়াবহ তুষারধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৫০ জনেরও বেশি পর্যটক ধসে চাপা পড়েছেন। শুরু হয়েছে উদ্ধারকাজ।
খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নাথুলার ছাঙ্গু লেক যাওয়ার পথে ১৭ মাইল এলাকায় ধস নামে। শেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত ৬ জন মারা গিয়েছেন। আহত কমপক্ষে ১১ জন। ধসে আটকে রয়েছে বহু পর্যটক। উদ্ধারকাজে নেমেছে সিকিম পুলিশ এবং পর্যটন দপ্তরের টিম।
Massive avalanche hits Sikkim; 6 tourists dead, 11 injured pic.twitter.com/owj8uU0qeq
— Raajeev Chopra (@Raajeev_Chopra) April 4, 2023

