মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বানিয়েছে বিজেপি, বিধানসভায় যোগী-মোদীকে নিশানা মমতার

কলকাতা: মহাকুম্ভ এখন ‘মৃত্যুকুম্ভ’ হয়ে গেছে। মৃত্যুকূপের মত… ‘প্ল্যানিং না করে এত হাইপ তুললেন? এত লোকের মৃত্যু! কতগুলো ডেডবডি নদীতে ভাসিয়েছেন?’ কুম্ভে ‘অব্যবস্থা’ নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে তীব্র নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় বিজেপি-কে নিশানা করার সময় মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘মহাকুম্ভ আমি আর নাই বা বললাম। ওটা তো এখন ‘মৃত্যুকুম্ভ’ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি। শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে। কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুললেন? এত লোকের মৃত্যু! বললেন ৩০ জন। কথাটা সঠিক? কত ডেডবডি নদীতে ভাসিয়ে দিয়েছেন? কত হাজার হাজার ডেডবডি। ৮ বার আগুন লেগেছে।

পাশাপাশি, ভিআইপি কালচারকে টার্গেট করলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘বড়লোক আর ভিআইপি-দের জন্য লক্ষ টাকার ক্যাম্প। আর গরিব মানুষের জন্য ২০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এককাপ লাল চা ৫০০ থেকে ২ হাজার টাকা। ভিআইপি-দের স্নানের জায়গা আলাদা। ওই জল আপনারা দূষিত করেছেন। মহাকুম্ভের পবিত্রতা নষ্ট করেছেন। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে, সেই একবার হয়েছিল, গণেশ দুধ খাচ্ছে! কুম্ভে স্নান করো, না হলে পবিত্র হবে না! মৃতদেহের উপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না।’ মহাকুম্ভের অব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।

About The Author