তৃণমূলের সাংগঠনিক বৈঠকে মদন মিত্রকে তীব্র ভর্ৎসনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী সরাসরিই রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদনকে জানিয়ে দেন, নেটমাধ্যমে যখন তখন যা খুশি বলা যায় না! বৈঠকের পর প্রশ্ন করা হলে মদন অবশ্য ওই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।
শুক্রবার রাতে একটি ফেসবুক লাইভ করে সোরগোল ফেলে দিয়েছিলেন মদন। প্রকাশ্যে সরাসরি দলনেত্রী মমতার কাছে কামারহাটির পুর প্রশাসকের দায়িত্ব চান কামারহাটির তৃণমূল বিধায়ক। বলেন, তাঁকে কামারহাটির পুর প্রশাসকের দায়িত্ব দেওয়া হলে তিন মাসের মধ্যেই ওই পুরসভার ভোল পাল্টে দেবেন। কলকাতা শহরের চেয়েও উন্নত করবেন কামারহাটিকে। মদনের ওই বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। তবে ভিডিওটি আবার দ্রুত উবেও যায়। মদনের ফেসবুক পেজে গেলে এখন আর সেটি দেখা যাচ্ছে না।