Mamata Banerjee: দুর্যোগের পর পুনর্গঠন কতদূর? পরিস্থিতি বুঝতে আজ উত্তরবঙ্গে মমতা

শিলিগুড়ি: পুজোর পর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি ফের সরেজমিনে খতিয়ে দেখতে আজ সোমবার আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়ে তিনি বাগডোগরা পৌঁছেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে সেখানে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি তৈরির সহায়তা দেওয়া হবে, প্রতিটি পরিবার পাবে ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য।

পাশাপাশি শিলিগুড়ি মহকুমায় নতুন শিল্প প্লান্টের উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের আশা, এই সফর দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মনোবল বাড়াবে এবং পুনর্গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

About The Author