৭ দিনের লন্ডনে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: সাত দিনের জন্য লন্ডনে সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ মার্চ রওনা হবেন সেই উদ্দেশ্যে। বাণিজ্য নিয়ে আলোচনার পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও ভাষণ দেবেন মমতা।

সরকারি সূত্রে জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের বিনিয়োগ টানা, রাজ্যের শিল্প সম্ভাবনা তুলে ধরা এবং ব্রিটিশ সংস্থাগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

সফরকালে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিচিতি তুলে ধরতে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি লন্ডনের মেয়র ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এর আগে, ২০১৫ সালে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়েছিলেন এবং সে সময় একাধিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবারের সফরেও বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে রাজ্য সরকার।

About The Author