উত্তরবঙ্গের উন্নয়নে বিশেষ সেল গড়ছেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েই উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের উন্নয়নে গতি আনতে এবার একটি বিশেষ সেল গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিধানসভা নির্বাচনে আশা থাকলেও উত্তরবঙ্গে ভালো ফল করেনি তৃণমূল। তাই দলের কারও ওপর ভরসা না করে এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিজের কাছেই রেখেছেন মুখ্যমন্ত্রী। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে উত্তরবঙ্গের সমতল ও পাহাড়ের উন্নয়ন বিশেষভাবে জড়িত। নবান্ন সূত্রে খবর, ওই দপ্তরের কাজে সফল হতে মুখ্যমন্ত্রী একটি বিশেষ কমিটি গড়ছেন। সেইসঙ্গে নবান্নে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সংক্রান্ত একটি বিশেষ সেল গড়ার ভাবনাও রয়েছে তাঁর। উত্তরবঙ্গের প্রতি মমতার বিশেষ নজরে আশাবাদি এই অঞ্চলের মানুষ। যদিও, উত্তরবঙ্গবাসীর আশা কতটা মেটাতে পারবেন মমতা, তা সময়ই বলবে।