শিক্ষাকর্মীদের জন্য মমতার বড় ঘোষণা! মাসে মাসে মোটা টাকা দেবে রাজ্য সরকার

কলকাতা: কোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। পড়ে সুপ্রিমকোর্ট জানায়, গ্রুপ সি, গ্রুপ ডি বাদে বাকি চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা স্কুলে যেতে পারবেন এবং তার জন্য বেতন পাবেন। তবে তার আগেই নতুন নিয়োগ করে ফেলতে হবে রাজ্যকে। এর পর শিক্ষাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন।

সেই আবহে এবার গ্রুপ-সি ও গ্রুপ ডি কর্মীদের সঙ্গে ফোনে কথা বলে বড় আশ্বাস  দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে মাসে-মাসে সাহায্যের কথা ঘোষণা মমতার। Group C-দের জন্য ২৫ হাজার টাকা ও Group D-দের জন্য ২০ হাজার টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও, মুখ্যমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে গ্রুপ সি, গ্রুপ ডি’র প্রতিনিধিরা জানান, ‘গ্রুপ সি ৩০ হাজার, গ্রুপ ডি’র ২৫ হাজার করা হোক।’  এরপর মুখ্যমন্ত্রীর বার্তা, “আপাতত মানবিকতার দিক থেকে ভেবে মুখ্যসচিব, শ্রম দফতর, আইনজীবীদের সঙ্গে কথা বলে একটা কথা ভেবেছি। ‘সামাজিক সুরক্ষা প্রকল্পে’ গ্রুপ সি (Group C) দের ২৫ হাজার, গ্রুপ ডি (Group-D)-দের জন্য আপাতত ২০ হাজার করে দেব। পাশাপাশি, রিভিউ পিটিশনের জন্যও আবেদন করা হবে।

About The Author