৯০ কিমি পথ পেরিয়ে এসে মুমূর্ষু রোগীকে রক্তদান যুবকের

৯০ কিলোমিটার পথ পেরিয়ে এসে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে প্রাণে বাঁচলেন এক যুবক। বুধবার এমনই এক মানবিক ঘটনার সাক্ষী রইল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।

জানা গিয়েছে, মুমূর্ষু রোগী চাঁচলের বিদ্যানন্দপুরের বাসিন্দা সবনম বেগম জটিল রোগে আক্রান্ত। সমস্যা মেটাতে অস্ত্রপচারের কথা জানিয়েছিলেন চিকিৎসকেরা। প্রয়োজন ছিল পর্যাপ্ত এ নেগেটিভ রক্তের। চাঁচলের বিভিন্ন জায়গায় ওই গ্রুপের রক্ত না মেলায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা। সোশ্যাল মিডিয়ায় পোষ্টের খবর জানার পরই মালদার কালিয়াচকের যুবক নিয়াজুউদ্দিন শেখ যোগাযোগ করেন সবনমের পরিবারের সঙ্গে। পরদিন ওই যুবক প্রায় ৯০ কিলোমিটার পথ ছুটে এসে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিজের রক্ত দিয়ে সবনামকে সংকটের হাত থেকে বাচান।

About The Author