মালদা: ভোট দিতে গিয়েই জানলেন তিনি মৃত। ঘটনায় হতবাক এক মাঝবয়সি মহিলা। জীবিত থাকলেও ভোটার তালিকায় তাঁকে মৃত দেখানো হয়েছে। মালদার মানিকচক বিধানসভার একটি বুথে ভোট দিতে গিয়ে জানতে পারেন তিনি মৃত। এমনই ঘটনা ঘটল বছর পঞ্চাশের সত্যবালা মন্ডলের সঙ্গে। ভোট দিতে না পেরে বুথের মধ্যেই ঠায় হয়ে বসে রইলেন তিনি। ওই মহিলার অভিযোগ, সকালে ভোট দিতে গিয়ে ভোট কর্মীরা জানান, ‘আপনি ভোট দিতে পারবেন না। আপনি মারা গিয়েছেন’ তা শুনে সত্যবালা মন্ডল হতাস হয়ে পরেন।
সত্যবালা বলেন, মাস চারেক আগে তার বাবার মৃত্যু হয়েছে কিন্তু আমাকে ভোটার হিসেবে মৃত বলে দেখানো হয়েছে। স্থানীয় বিএলও ভুলবশত কারণে তালিকার মধ্যে বাবার বদলে তার নাম মৃত বলে ঘোষণা করেছে। শেষ পর্যন্ত প্রিসাইডিং অফিসার সহ বুথ আধিকারিকরা ওই মহিলাকে ভোট দিতে দিলেন না।