জেলা সভাপতির পর এবারে অঞ্চল সভাপতি! মালদায় ফের চলল গুলি! মৃত্যু TMC কর্মীর

মালদায় ফের শ্যুটআউট! এবারে রাস্তার উদ্বোধনে গিয়ে গুলি খেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় আবারও প্রকাশ্যে তৃণমূল নেতার ওপর গুলি চালানোর ঘটনা ঘটল মালদায়। আহত তৃণমূলের অঞ্চল সভাপতি। মৃত্যু এক তৃণমূল কর্মীর।

মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, সে সময় আচমকাই কয়েক জন দুষ্কৃতী হামলা চালায় বকুলের উপর। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। আহত হন আরও কয়েক জন।

ঘটনাস্থল থেকে বকুল এবং আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখকে গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, দু’জনেরই অনেক রক্তক্ষরণ হয়েছে। তৃণমূল কর্মীর মৃত্যুর খবর এসেছে। মৃতের নাম হাসান শেখ। অঞ্চল সভাপতির অবস্থাও আশঙ্কাজনক।

কী কারণে গুলি চলল, তা এখনও ধোঁয়াশা। কে বা কারা বকুলদের উপর হামলা চালালেন, তা-ও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তবে এলাকার একাংশের মতে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কালিয়াচকে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

About The Author