মালদা: খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর দুই দাদা। খবর করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক। বুধবার দুপুরে মালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা পঞ্চম বিচারক অসীমা পাল অভিযুক্ত ওই ৩ জনকে দশ বছরের জেল এবং ১০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী। বিকেলে আদালত চত্বরে সেই ঘটনার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন চিত্র সাংবাদিক প্রশান্ত দাস। অভিযোগ, তাঁদের বেধরক মারধর করা হয়। ঘটনায় অসুস্থ অবস্থায় প্রশাসন্ত ভর্তি রয়েছেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশেও ঘটনাটি জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ১৮ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে ২০১৪ সালের মামলায় বিচারক সাজা ঘোষণা করেছেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের ৮ অগষ্ট টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হয়েছিলেন ইংরেজবাজারের সাট্টারি গ্রামের বাসিন্দা সালেক মোমিন(৩৫)। ঘটনায় অভিযুক্ত ছিলেন ওই গ্রামের পঞ্চায়েত সদস্য তৃণমূলের রাজু মোমিন ও তাঁর দুই ভাই আহমেদ আনসারি মাসোয়ার মোমিন।