Malda: মা-বাবা-বোন-ঠাকুমা! বাড়ির ৪ জনকে খুনে ‘দোষী’ ছোট ছেলের মৃ-ত্যু-দ-ণ্ড

মা-বাবা-বোন-ঠাকুমাকে খুন করে বাড়িতেই কবর দিয়েছিল মালদার আসিফ। সেই ঘটনার চার বছর পর ৫০ জনের সাক্ষির বয়ানের ভিত্তিতে যুবককে মৃত্যুদণ্ড দিল আদালত।

ঘটনা ২০২১ সালের। মালদার কালিয়াচকে পরিবারের ৪ জনকে খুন করে বাড়ির ছোট ছেলে। এরপর বাড়িতেই দেহ পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা হয় বলে অভিযোগ। এমনকি জমি-গাড়ি বিক্রি করে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয় ছেলেটি। সেই ঘটনায় অভিযুক্ত ছোট ছেলেকে ‘দোষী’ সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল আদালত।

অভিযোগ, ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সে তার বাবা জাওয়াদ আলি, মা মাইরা বিবি, বোন আরিফা খাতুন ও ঠাকুরমা আলেকজান বেওয়াকে শ্বাসরোধ করে খুন করার পর বাড়ির আঙিনায় মাটিতে পুঁতে দেয়। এমনকি সে তার দাদা মহম্মদ আরিফকেও খুনের চেষ্টা করেছিল বলে অভিযোগ।

 

যদিও তার দাদা পালিয়ে কোন রকমে প্রাণে বাঁচে। ২০২১ সালের ১৯ জুন; প্রায় চার মাস পর পুলিশের কাছে ঘটনার পর্দাফাঁস করে আসিফের নব নির্মিত বাড়ির গুদাম ঘর থেকে চারজনের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। খুনের পর সেই বাড়িতেই আসিফ একাই বাস করছিল।

 

সেই খুনের ঘটনার মামলা এতদিন ধরে মালদা জেলা আদালতে বিচারাধীন ছিল। অবশেষে মালদা জেলা আদালতের বিচারপতি শুভায়ু বন্দ্যোপাধ্যায় ৫০ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার মহম্মদ আসিফকে দোষী সাব্যস্ত করেন। এরপর শনিবার তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করেন।

About The Author