করোনা সংক্রমিত হওয়া সত্ত্বেও ভোটের ডিউটি করলেন আশাকর্মী

মালদা: করোনা আক্রান্ত আশাকর্মীকে ভোটের ডিউটিতে পাঠানোর অভিযোগ। নির্বাচনের শেষ দফায় অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে পুরাতন মালদার সাহাপুর বিধানসভার ১২০ নম্বর বুথে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য।

করোনা সংক্রমিত হওয়া সত্ত্বেও জোর করে আশাকর্মীকে ভোটের ডিউটিতে পাঠানোর অভিযোগ, করোনা আক্রান্ত হওা সত্বেও ভোটের কাজে পাঠিয়েছেন বিডিও, এমনটাই অভিযোগ করছেন অন্যান্য আশাকর্মীরা। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন বিডিও।

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে কমিশনের বক্তব্য, ওই আশাকর্মী সংক্রমিত জেনে গতকালই অন্য একজনকে তাঁর পরিবর্তে ভোটের ডিউটির জন্য নিয়োগ করা হয়েছিল। তারপরেও সংক্রমিত ওই আশাকর্মী আজ কীভাবে ভোটের ডিউটি করছেন, তা কমিশন জানতে চেয়েছে। প্রাথমিক অনুমান, সংক্রমিত আশাকর্মীকে সরিয়ে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা সম্ভবত তাঁর কাছে সময়মতো পৌঁছায়নি। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায়।

About The Author