করোনার জের! আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা

আপাতত হচ্ছে না এবছরের মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতি একইরকম থাকলে নির্ধারিত সূচি অনুযায়ী জুনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। মধ্যশিক্ষা পর্ষদ মনে করছে, করোনার কারণে ১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব। তবে পরীক্ষা বাতিল না স্থগিত, এই সিদ্ধান্ত রাজ্য সরকারের ওপরই ছেড়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সূচি অনুযায়ী ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত মাধ্যমিক, তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল।

গত রবিবারই সদ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, নির্দিষ্ট সূচি অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। তবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের মতো করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু করোনার বাড়বাড়ন্তের মাঝে মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়েছে, জুনে মাধ্যমিক হচ্ছে না।