বন্ধই থাকছে লোকাল ট্রেন, ৩০ জুলাই পর্যন্ত বিধিনিষেধ রাজ্যে

রাজ্যে ফের বাড়ল কার্যত লকডাউন বিধিনিষেধ। আগামী ৩০ জুলাই পর্যন্ত জারি থাকবে এই কড়াকড়ি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখনই লোকাল ট্রেন চালু হচ্ছে না। বুধবারের জারি করা নির্দেশ অনুযায়ী,

স্কুল-কলেজ, ইউনিভার্সিটি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকছে।

৫০% যাত্রী নিয়ে বাস-ট্যাক্সি অটো রিকশা টোটো সরকারি বেসরকারি বাস ইত্যাদি চালু থাকছে।

লোকাল ট্রেন পরবর্তী নিদের্শ আসা পর্যন্ত বন্ধ থাকছে।

সপ্তাহে ৫ দিন ৫০% যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা খুলছে।

সিনেমা হল স্পা সুইমিংপুল বন্ধ থাকছে। যদিও জাতীয় এবং আন্তর্জাতিক সুইমারদের জন্য সকাল ছ’টা থেকে দশটা পর্যন্ত সুইমিংপুল খোলা রাখা যেতে পারে।

রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমায়েত ইত্যাদি বন্ধ থাকছে।

৫০ জনের বেশি বিয়ের অনুষ্ঠানে জমায়েত করা যাবে না।

মৃতের শেষ কাজে একসঙ্গে ২০ জন যোগ দিতে পারবেন।

সরকারি অফিস ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত অফিস স্বাভাবিক নিয়মে খোলা থাকছে। ২৫% কর্ম নিয়ে কাজকর্ম চলবে।

মর্নিং ওয়াক-এর জন্য এবং শারীরিক কসরতের জন্য সকাল ছ’টা থেকে ন’টা পার্ক খোলা রাখা যেতে পারে তবে সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া থাকলে বেরোনো যাবে।

সমস্ত দোকান বাজার আগের মতোই খোলা থাকছে। খুচরা দোকান বাজার ৫০% লোকজন নিয়ে কাজ চালিয়ে যেতে হবে।

সকাল ছ’টা থেকে দশটা এবং বিকেল ৪ টে থেকে ৮ টা পর্যন্ত ৫০ শতাংশ গ্রাহকদের নিয়ে জিম খোলা রাখা যেতে পারে।

বিউটি পার্লার সেলুন আগের মতোই খোলা থাকছে।

বেসরকারি অফিস ৫০% নিয়ে আগের সময় খোলা রাখা যাবে কর্মচারীদের ভ্যাকসিন দেওয়া থাকতে হবে।

উৎপাদনশীল শিল্পক্ষেত্রে ৫০% লোকজন নিয়ে কাজ করতে হবে।

স্টেডিয়ামে অথবা ক্লাবে দর্শকশূন্য মাঠে খেলাধুলা চলতে পারে।

সবরকমের ই-পরিষেবা এবং হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে।