ভোট শেষ না হওয়া অবধি রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। ইতিমধ্যেই ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অ্যাডিশনাল ডিজিপি আইনশৃঙ্খলা শুক্রবার চিঠি দিয়ে রাজ্যের পুলিশ কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করেছেন। ভোট শেষ হওয়া পর্যন্ত এই নির্দেশ লাগু থাকছে। জরুরি বা বিশেষ কারণে ছুটি বিবেচিত হবে।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন নির্ধারিত হয়েছে। এই সময়কালে রাজ্যের আইনশৃঙ্খলা ধরে রাখা পুলিশের কাছে বড়সড় চ্যালেঞ্জ। এদিকে বিরোধীদলগুলি পুলিশকে দিয়ে নির্বাটন করানোর পক্ষে নয়। বিরোধী দলের দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যের পঞ্চায়েত ভোট স্বচ্ছ হবে না। যদিও কেন্দ্রীয় বাহিনীর বদলে অন্য কয়েকটি রাজ্য থেকে পুলিশ কর্মীদের এনে ভোট করাতে চাইছে রাজ্য।


For any queries or complaints related to the news published on our portal, you can write to support@rnfnews.in or call 8250955518.