রাজগঞ্জ: পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নিজের কাকার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ভাইপো। একই পদের জন্য কাকা-ভাস্তার লড়াই নজর কেড়েছে রাজগঞ্জের ফুলবাড়ি-২ অঞ্চলে। পারিবারিক সম্পর্ক সম্পর্কের জায়গায়, তবে ভোটের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয়।
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ফুলবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গঠমাবাড়ি এলাকায় কাকা-ভাস্তার প্রতিদ্বন্দ্বিতার বিষয় এখন সবার মুখে মুখে। সেখানে তৃণমূলের হয়ে পঞ্চায়েত প্রার্থী হয়েছেন ‘কাকা’ পরেশ চন্দ্র রায় এবং সেই আসনেই বিজেপির হয়ে পঞ্চায়েত প্রার্থী হয়েছেন তাঁর নিজের ভাইপো বরুন রায়।
দু’জনেই সমান তালে প্রচারে নেমে পড়েছেন। জয়ের ব্যাপারেও দু’জনই আশাবাদী। তাঁদের কথায়, পরিবারের মধ্যে কোনও রকমের দ্বন্দ্ব নেই, কিন্তু রাজনৈতিক মতভেদ যার যার ব্যক্তিগত। দু’জনেই জেতার ব্যাপারে আশাবাদী। সকাল থেকে সন্ধ্যা একই গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার সারছেন দুই প্রার্থী। সাড়াও মিলছে ভালোই। তবে শেষ হাসি কে হাসে, তা জানা যাবে ভোটের ফলাফলে।