মহালয়ার আগে ফের পূর্ণ কর্মবিরতির ডাক! দাবি না মেটা অবধি ডাক্তারদের আন্দোলন চলবে।
দশ দফা দাবি নিয়ে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। মহালয়া একটি মিছিল বের করবেন জুনিয়র চিকিৎসকেরা। পুজোতেও চলবে আন্দোলন। মূলত ১০টি দফা দাবি নিয়েই তাঁদের এই আন্দোলন চলবে।
তাঁদের মূল দাবিগুলি হল, স্বচ্ছতার সঙ্গে দ্রুত অভয়ার ন্যায়বিচার নিশ্চিত করা। রাজ্যের প্রতিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় ভাবে ‘রেফারেল’ ব্যবস্থা চালু করা। রাজ্যের হাসপাতালগুলিতে কতগুলি বেড ফাঁকা আছে, তা জানানোর ব্যবস্থা করা। হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বাড়ানো। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বা প্রশাসনিক গাফিলতির দায় নিতে হবে স্বাস্থ্য দপ্তরকে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল এবং পশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগগুলির প্রসঙ্গে দ্রুত তদন্ত শুরু করতে হবে। প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে টাস্ক ফোর্স গঠন করে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি মোতায়েন। হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। থ্রেট কালচার-এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা। প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রতিটি কমিটিতে চিকিৎসক পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখতে হবে।