কৃষকদের সঙ্গে বসে খিচুড়ি খেলেন নাড্ডা, ধুতিতেই মুছলেন হাত

মালদা: মালদা সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলের একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সকাল ১১.৩০টা নাগাদ হেলিকপ্টারে মালদায় এসে পৌঁছান। শহরের আম বাজার এলাকায় কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এরপর পুরাতন মালদার তাঁতীপাড়া ময়দানে কৃষকদের নিয়ে এক সভায় অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে কৃষক এবং দলীয় নেতা নেত্রীদের সঙ্গে মাটিতে বসে শালপাতায় খিচুড়ি খান তিনি। সকাল থেকে নাড্ডার জন্য খিচুড়ি রাঁধা চলছিল। খাবার আয়োজন হয়েছে আরও চার হাজার জনের। জল পান করেন মাটির গ্লাসে। নাড্ডার সঙ্গে খেলেন বহু কৃষক। খেয়ে দেয়ে ধুতিতে মুছলেন হাত। এরপর মালদা শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পর্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তিনি। শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। কয়েক হাজার দলীয়কর্মী অংশ নেন এই শোভাযাত্রায়। শোভা যাত্রা শেষ হয় রবীন্দ্র মূর্তির পাদদেশে। সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর দলীয় কর্মসূচি শেষ করে এদিন হেলিকপ্টারে চেপে নদীয়ার উদ্দেশ্যে রওনা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

About The Author