Jalpaiguri: ‘প্রেমিক’কে গোপনে ডেকে গোপনাঙ্গ কেটে পালাল পাড়ার বৌদি

মহিলার ডাকে ভুট্টা খেতে ছুটে যান। ভেবেছিলেন হয়ত কোনও সারপ্রাইজ পাবেন! কিন্তু অন্ধকারে যুবকের গোপনাঙ্গ কেটেই ছুট লাগাল গৃহবধূ। সেলাই পড়ল ৩২টি।


জলপাইগুড়ি: প্রেমিকের গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলার রাজাডাঙ্গা এলাকায়। বুধবার রাতে রাজারহাট মোড়ে বড়কামাতপাড়া এলাকায় ঘটে এই ঘটনা। ঘাতক মহিলার সঙ্গে যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। 

জানা গেল, এদিন রাত আটটা নাগাদ স্থানীয় এক গৃহবধূ ইব্রাহিম হক নামের ওই যুবককে ভুট্টা খেতে ডেকে আনেন। মহিলার কথামতো ভুট্টা খেতে ‘প্রেমিক’ যুবক ছুটেও যান। ভেবেছিলেন হয়ত কোনও সারপ্রাইজ দেবে মহিলা। কিন্তু অন্ধকারে যুবকের গোপনাঙ্গ কেটেই ছুটে পালায় ওই গৃহবধূ। এলাকা সুত্রে আরো জানা গেল, ওই গৃহবধুর স্বামীর সঙ্গে তাদের পরকীয়া সম্পর্ক নিয়ে বেশ অশান্তি হয়েছিল ক’দিন ধরে। মনে করা হচ্ছে, ওই মহিলা তার স্বামীর কথাতেই ওই যুবককে ডেকে তার গোপনাঙ্গ কেটে দিয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ইব্রাহিম হক নামের ওই যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এদিকে ওই মহিলা এবং তার স্বামীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যুবকের পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে রাতেই তল্লাশি শুরু করেছে পুলিশ। পরিবারের এক সদস্য জানান, ইব্রাহিমের গোপনাঙ্গে কম করেও ৩২টি সেলাই পড়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরকীয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না তবে জমি সংক্রান্ত সমস্যার জন্য এমন হতে পারে। যদিও স্থানীয়দের প্রশ্ন, অন্য কোনও সমস্যা হলেও গোপনাঙ্গ কাটার কি প্রয়োজন পড়ল মহিলার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

About The Author