Jalpaiguri: দাদা খুনে ফাঁসির সাজা শুনেও হাসিমুখে ‘দোষী’ ভাই

জলপাইগুড়ি: পাড়ার একটি মেয়ের সঙ্গে ভাইয়ের প্রেম-প্রেম খেলা? কঠিন আপত্তি জানিয়েছিল দাদা! সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে হতেই প্রতিশোধ নিতে দাদাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করেছিল ভাই। মৃত্যুর পরও ১৮ বার কুপিয়েছিল অভিযুক্ত। এমন ঘটনাকে বিরলতম অ্যাখ্যা দিয়ে দোষী ভাইয়ের ফাঁসির সাজা শোনাল আদালত। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ভক্তিনগর এলাকায় ঘটেছিল এই নারকীয় কাণ্ড! শনিবার সেই ঘটনারই রায় শোনাল আদালত।

স্থানীয়দের অভিযোগ, সুরেশ তাঁর মামাতো দাদা শঙ্কর দাসের বাড়ির কাছে থাকা একটি মেয়েকে উত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে মেয়েটির পরিবার শঙ্করকে অভিযোগ করেছিলেন বলে জানা গিয়েছে। এরপর সুরেশকে বকা দেন শঙ্কর। তারপর থেকে যদিও আর উত্ত্যক্ত করেনি সুরেশ। কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পরই একদিন সকাল সকাল দাদা শঙ্করের সঙ্গে ভাই সুরেশের তুমুল বচসা হয়। আর তারপরই প্রকাশ্য দিবালোকে দাদাকে কুপিয়ে খুন করে যুবক।

এমনকি, মৃত্যু নিশ্চিত করতে আঠারোবার ওই দেহের উপর আঘাত করে ছিন্নভিন্ন করে দেয় বলে অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে চলা সেই মামলারই রায় ঘোষণা করে আদালত। ঘটনায় সরকার পক্ষের আইনজীবী শুভঙ্কর চন্দ্র বলেন, “এই মামলায় মোট ১২ জন সাক্ষী দিয়েছেন। উভয় পক্ষ শোনার পর অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় আজ এই ঘটনাকে বিরল থেকে বিরলতম আখ্যা দেন। অভিযুক্তকে দোষ সাব্যস্ত করে ফাঁসির সাজা দিলেন।”

About The Author